ePaper

নওগাঁয় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর এই স্মৃতিস্তম্ভের নকশা করেছে এবং নওগাঁ গণপূর্ত বিভাগ নির্মাণের কাজ বাস্তবায়ন করছে। আশা করি, আগামী ৫ আগস্টের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে এবং ওইদিন শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে ও দোয়া করা হবে। তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট কী ঘটেছিল; গণঅভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন; আর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে গল্প তা নতুন প্রজন্ম এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে জানতে পারবে। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরাও প্রতিবছর এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে তাদের শ্রদ্ধা ও স্মরণ জানাতে পারবেন। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন স্থানে নওগাঁর নয়জন প্রাণ হারিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *