ePaper

নওগাঁয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নওগাঁ প্রতিনিধি

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নওগাঁর স্বেচ্ছাসেবী যুব সংগঠন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন মঙ্গলবার সকালে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করেছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র যুব সংগঠক মো. ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহাগ গাজীউল, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম রিজভী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ সবুজ, অর্থ সম্পাদক মাহফুজ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাকিব আল হাসান, সদস্য মাসুম সরদার জয়, অপূর্ব, স্বচ্ছ রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। প্রধান অতিথি ফজলুল হক বলেন, “যুব সমাজই দেশের চালিকাশক্তি। তাদের স্বপ্ন, উদ্যম ও সৃজনশীলতা একটি জাতিকে এগিয়ে নিতে পারে। ক্রিকেটসিয়া শুধু ক্রীড়ায় নয়, সামাজিক কর্মকাণ্ডেও যে অগ্রণী ভূমিকা পালন করছে, আজকের আয়োজন তার প্রমাণ।” দিনের কর্মসূচি পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সাদিয়া আফরিন। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে যুব সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার জন্য ক্রিকেটসিয়ার উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়। সেখানে ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ উন্নয়ন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *