ePaper

নওগাঁয় জয় বাংলা স্লোগানে যুবক আটক

নওগা প্রতিবেদক

জয় বাংলা স্লোগান দেওয়ায় নওগাঁর বদলগাছীতে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বালুভরা বাজারে এ ঘটনা ঘটে। পরের দিন দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। জয় বাংলা স্লোগান দেওয়া ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (২৮)। সে উপজেলার বালুভরা ইউনিয়নের খলশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানায়, রাশেদুল বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। শনিবার বিকালে হঠাৎ করে বালুভরা বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে। এরপর স্থানীয়রা জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করলেও সে তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। পরে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাশেদুল ইসলাম আটক করে থানায় নিয়ে আসে। বদলগাছী থানার থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, গত শনিবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম নামে এক যুবক বালুভরা বাজারে হঠাৎ জয় বাংলা স্লোগান দেয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে বালুভরা বাজার থেকে আটক করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *