ePaper

ধোনিকে ভারত দলে যুক্ত করতে বিসিসিআইয়ের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে নতুন দায়িত্ব পেতে পারেন ধোনি। তাকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ধোনি এতে রাজি হবেন কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ‘ক্রিকব্লগার’ এক রিপোর্টে জানিয়েছে, ধোনিকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের এক কর্তা বলেছেন, “ধোনিকে আরও একবার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে তার মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ধোনি দলের সম্পদ হতে পারে।”এই খবর সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি একা গম্ভীরের উপর ভরসা রাখছে না বোর্ড। ছোট ফরম্যাটে গম্ভীর সফল। চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। তাহলে কেন ধোনিকে মেন্টরের প্রস্তাব দেওয়া হয়েছে? ধারণা করা হচ্ছে, রোহিত শর্মা, বিরাট কোহলি না থাকায় ক্রিকেটারদের মাথার উপর ধোনির মতো কাউকে রাখতে চাইছে বোর্ড।ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে মেন্টর করা হয়েছিল। সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ। কিন্তু সেবার সাফল্য পাননি ধোনি। বিশ্বকাপের নক আউটে উঠতে পারেনি ভারত। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল। বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়েন ধোনি।এবার পুনরায় ধোনিকে প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণটা অবশ্যই গম্ভীর। দু’জন একই সময়ে ভারতীয় দলে খেলেছেন। ধোনিকে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন গম্ভীর। কিন্তু তাদের পরিকল্পনা মেলে না। এর আগেও অনেকবার গম্ভীরের মুখে ধোনির সমালোচনা শোনা গেছে। এই অবস্থায় দু’জনে এক দলে থাকলে হিতে বিপরীত হতে পারে। সে কথা ভেবে ধোনি বোর্ডের প্রস্তাব না-ও মানতে পারেন। এদিকে ২০২৬ সালে ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ছোট ফরম্যাটের বিশ্বকাপ জিতেছে ভারত। তৃতীয়বার দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামবেন সূর্যকুমার যাদবেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *