ePaper

ধারাবাহিকভাবে ব্যর্থ, বিশ্বকাপ দলে জায়গা হবে তো ভাইস ক্যাপ্টেনের?

স্পোর্টস ডেস্ক

চলমান বিপিএল শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নেমে পড়তে হবে বাংলাদেশকে। তার আগে বড় দুশ্চিন্তার নাম ব্যাটারদের অফ ফর্ম। বিশ্বকাপের দলে বেশিরভাগ ক্রিকেটারই ব্যাট হাতে ধারাবাহিক হতে পারছেন না। সেই তালিকায় বড় নাম হিসেবে আছেন সাইফ হাসানও, যিনি আবার বর্তমান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কও।

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন সাইফ হাসান। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে দুই অঙ্কের কোটা পার করতে পেরেছেন কেবল দুইবার। সাইফের স্কোরকার্ডগুলো দেখলে বোঝা যায় ০, ২২, ১৫, ১, ৯, ১। সবমিলিয়ে ৬ ম্যাচে করেছেন ৪৮ রান। এমন পারফরম্যান্সের পর শঙ্কা জেগেছে বিশ্বকাপে কেমন করবেন সাইফ। বাংলাদেশ দল যে স্কোয়াড ঘোষণা করেছে সেটি এখনো চূড়ান্ত নয় কারণ দল পরিবর্তনের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করা নাজমুল হোসেন শান্ত অবশ্য আলোচনায় রয়েছেন। বাকি ম্যাচগুলোতে যদি সাইফ নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও সাইফকে ফর্মে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে ঢাকা ক্যাপিটালস। গতকাল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমরা তো ওকে ফর্মে ফেরানোর জন্য সব রকমের চেষ্টাই করছি। ওকে আমরা একটা ম্যাচ ব্রেক দিয়ে, মেন্টাল হেলথ ঠিক করে আনার চেষ্টা করেছি তারপর আবার ম্যাচে ফিরেছে।’সাইফেরও চেষ্টার কমতি নেই জানালেন মিঠুন, ‘পারফরম্যান্স তো আসলে বলে-কয়ে করতে পারবে না কেউ। ও চেষ্টা করছে না তা না। ও সর্বোচ্চটা চেষ্টা করছে। ও এখান থেকে আত্মবিশ্বাস নিয়ে গেলে ওর জন্যও ভালো দেশের জন্যও ভালো। আমরা শুধু সাপোর্ট করতে পারি। রান তো ওকেই করতে হবে।’ শুধু সাইফই নন, ঢাকার কোনো ব্যাটারই তেমন ফর্মে নেই দাবি মিঠুনের, ‘আমরা যেটাই করছি দিন শেষে ফলাফলের জন্য কাজে আসছে না। ব্যাটাররা ওপর থেকে করুক আর নিচ থেকে করুক দিন শেষে জেতাটাই ইম্পরট্যান্ট। ভুল সব দলই করে। আমাদের ভুল একটু বেশি প্রভাব ফেলছে ফলাফলে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *