রবিউল করিম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর মাঝিপাড়া কালী মন্দির ভিত্তিক ধর্ম শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার ( ১২) জানুয়ারি সকাল দশটার সময় শিশু-কিশোরদের মাঝে ধর্ম শিক্ষা বই বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শাস্ত্রজ্ঞান ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তোলার এক মহৎ প্রয়াস গ্রহণ করা হয়েছে। শিক্ষিকা বেলা রানী দাস বলেন ২০০৯ সাল থেকে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শুরু হয়েছে । বই বিতরণ অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি অমূল্য রাজবংশী উপস্থিত ছিলেন ।বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী মোটর চালক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব। অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আগামীর প্রজন্ম যেন ধর্মীয় শিক্ষা গ্রহণের মাধ্যমে সৎ, ন্যায়বান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে—এই প্রত্যাশায় মন্দির ভিত্তিক ধর্ম শিক্ষা বই বিতরণ কার্যক্রম প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
