রবিউল করিম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে, জাতীয়তাবাদী দল বিএনপি’র পৌর মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা’র বাস্তবায়নে প্রচারণা কার্যক্রম করেছেন পৌর মহিলা দল ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় হতে শুরু করে ধামরাই কলেজ ও দক্ষিণপাড়া প্রদক্ষিন করে ধামরাই থানা স্ট্যান্ড পর্যন্ত।ধামরাই উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের তত্বাবধানে ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি ও দোকান ঘুরে ঘুরে ৩১ দফার প্রচারণায় ধামরাই পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার ডলির নেতৃত্বে প্রচারনা কার্যক্রম সম্পন্ন করা হয়। তিনি বলেন, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আগামী রাষ্ট্র কিভাবে চলবে তার উপলক্ষে ৩১ দফা কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে আমরা প্রচারে বের হয়েছি আমাদের নেতা তমিজ ভাইয়ের নির্দেশে, আমাদের ধামরাইতে তমিজ ভাইয়ের কোন বিকল্প নেই তমিজ ভাইয়ের জনপ্রিয়তা এত বেশি যে তা বলার অপেক্ষা রাখে না আমরা ধামরাই পৌর ও থানা মহিলা দল মিলে ধামরাই এর বিভিন্ন অলি গলি ঘুরে ধারাবাহিকভাবে ৩১ দফা সম্পর্কে জনগনকে অবহিত করার চেষ্টা করে যাচ্ছি, ৩১ দফা কি, কেন আমাদের ৩১ দফা জানতে হবে ও ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজিয়া সুলতানা, মহিলা সম্পাদিকা কৃষক দল, পৌর মহিলা দলের মোর্শেদা আলী, রেখা আহমেদ, শিরিন আক্তার, প্রিয়া আক্তার, মর্জিনা ও আনজুদা প্রমুখ। সহযোগিতায় ছিলেন শ্রমিকদলের রহিম মিয়া।
