ePaper

ধামরাইয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রবিউল করিম ধামরাই প্রতিনিধি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবিব বিষয়টি নিশ্চিত করেন। মনোনয়ন প্রত্যাহারকারী মোঃ আব্দুর রউফ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির এবং ঢাকা-২০ ধামরাই আসনের দলীয় মনোনীত প্রার্থী ছিলেন। তিনি মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত এবং দলীয় নির্দেশনার কারণে ঢাকা-২০ ধামরাই আসন থেকে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এদিকে ঢাকা-২০ ধামরাই আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদ, জাতীয় পার্টির আহছান খান আছু, খেলাফত মজলিসের মুফতি আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আরজু মিয়া এবং এবি পার্টির মোঃ কর্নেল হেলাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *