ePaper

ধানের শীষ প্রতীকে গাজীপুর ৩ থেকে লড়তে চান যুবদল নেতা আতাউর রহমান মোল্লাহ্

মো. আব্দুল আজিজ, গাজীপুর

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১৯৫ গাজীপুর ৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করতে চান বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম সারির যোদ্ধা জেলা যুবদলের আহব্বায়ক আতাউর রহমান মোল্লাহ্। ১৯৯৬ সালে ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনৈতিক জিবন শুরু করা ক্লিন ইমেজের এই তরুন নেতা গণমাধ্যমকে বলেন, দেশ নায়ক তারেক রহমান ৫ আগষ্ট ২০২৪এর আগের ১৮ বছর ও পরের সময়গুলোতে আন্দলন সংগ্রামের যে সাংগঠনিক আদেশ দিয়েছেন তা গাজীপুর ৩ আসনে আমি একমাত্র ব্যক্তি যে দলের প্রত্যেকটি নির্দেশনা গাজীপুর সহ ঢাকার রাজপথে অক্ষরে অক্ষরে পালন করেছি। আমার নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে গ্রেফতার এড়িয়ে জিবনের সর্বস্ব ব্যয় করে মাঠের আন্দোলনে সক্রিয় ছিলাম।  ২৮ অক্টোবর পল্টনে পুলিশ হত্যা ও বিচারপতির বাসভবনে হামলা মামলায় গাজীপুরে একমাত্র আমি আসামি। গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন আপনাকে নমিনেশন দিবে এমন প্রশ্নের জবাবে আতাউর রহমান মোল্লাহ্ গণমাধ্যমকে বলেন, আ.লীগের দমনপীড়নের বিগত ১৮ বছর সহ ৫ আগষ্ট ২৪এর পর গাজীপুর ৩ আসনে আমি একমাত্র ব্যক্তি, যে দলের প্রতি পূর্ণ আনুগত্য রেখে আমার সাংগঠনিক নেতা তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি দখল, জুট ব্যবসা, বাজার ঘাট ইজারা, তদবির সহ কোন অনিয়মের সাথে জড়িত হইনি। তাই আমি মনে করি দল আমাকে নমিনেশন দিবে এতে দল ও দলের নেতাকর্মী সহ গাজীপুর ৩ আসনের সাধারণ মানুষ আমার কাছে নিরাপদ থাকবেন। রাজনীতি বিজ্ঞান ও আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করা এই নেতা বলেন, দল যাদি আমাকে নমিনেশন দেয় তাহলে গাজীপুর ৩ আসনের জনগণের বিপুল ভোটে আমি নির্বাচিত হবো। আর আমি নির্বাচিত হতে পারলে আমার নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সহ আমার নির্বাচনি এলাকা গাজীপুর ৩ আসনের (সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী ও ভাওয়ালগড় এবং শ্রীপুর উপজেলার) জনসাধারণের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ণে আমার ২৩ টি অঙ্গীকার বাস্তবায়ন করবো। তার ঘোষিত ২৩টি অঙ্গীকারের মধ্যে রয়েছে, তৃণমূলের কাঠগড়ায় সাতদিনে একদিন, জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা, মাদকের মহাজন সহ রাস্তা বন্ধকরণ, হাট বাজারে খাজনা হয়রানী বন্ধ, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন, সবার জন্য স্বাস্থ্য সেবা সুরক্ষা, নদী-খাল সমূহে পানি প্রবাহ বৃদ্ধিকরণ, সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতকরণ, সন্ত্রাস মূলোৎপাটন, ব্যবসা বান্ধব পরিবেশ বিনির্মাণ, ভূমিদস্যু নির্মূল করণ, চাঁদাবাজদের আইনের আওতায় আনয়ন, মামলা বানিজ্য নির্মূল করণ, শ্রমিক ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *