ePaper

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রংপুর কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ-

সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। ‘ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চ’ প্ল্যাটফর্মের ব্যানারে আজ মঙ্গলবার সকাল এগারো টার দিকে কলেজ ক্যাম্পাসের প্রজম্ম মুক্তিযুদ্ধ ভাস্কর্য সামনে থেকে এই কর্মসূচি পালন করে। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা ভাস্কর্য সামনে থেকে শুরু করে কলেজের প্রশাসনিক ভবন হয়ে মূল সড়ক ঘুরে খামার মোড় হয়ে মিছিলটি স্থানীয় লালবাগ বাঘচত্ত্বরে এসে সমাবেশ করে।

এই কর্মসূচিতে কারমাইকেল কলেজের শিক্ষক, বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলে ‘জান, মালের নিরাপত্তা দে/নইলে গদি ছেড়ে দে’, ‘খুন, ধর্ষণ, নিপীড়ন/রুখে দাঁড়াও জনগণ’, ‘অবিলম্বে ধর্ষকদের/বিচার করো করতে হবে’, ‘ধর্ষকরা ধর্ষণ করে/প্রশাসন কী করে?’, ‘বেগম রোকেয়া শিখিয়ে গেছে/লড়াই করে বাঁচতে হবে, ’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

এই কর্মসূচি থেকে ধর্ষণসহ অব্যাহত নারী নিপীড়ন প্রতিরোধে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ এবং দ্রুত ট্রাইব্যুনালে সব ধর্ষণ-কাণ্ডের বিচারের দাবি জোড়ালোভাবে তুলে ধরা হয়। সমাবেশ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি মৌসুমি আক্তার মৌ বলেন, জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে পদত্যাগ করা; সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে পাহাড়, সমতলসহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার নিশ্চিত এবং প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রনেতা রিনা মুরমু বলেন, সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে অনতিবিলম্বে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধন, যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ; ধর্ষণের মামলা নেওয়া নিয়ে থানায় জটিলতা দূর করা; ভুক্তভোগী ও সাক্ষী সকল প্রকার সুরক্ষা প্রদানের জন্য ২০১১ সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করা; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের চক্রান্ত বন্ধ, ঘরে বাইরে নারী-শিশুদের হেনস্তা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা। এছাড়াও বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন, কারমাইকেল কলেজ শিক্ষার্থী কেয়া আক্তার সহ, সংহতি জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *