ePaper

ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে হাটহাজারীতে মানববন্ধন

সুমন পল্লব (চট্টগ্রাম) হাটহাজারী

সারাদেশের সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর কাজ করার দাবিতে সম্মিলিত চট্টগ্রামের সকল স্বেচ্ছাসেবী মানবিক ও রক্তদাতা সংগঠনের পক্ষ হতে হাটহাজারী স্টেশন চত্বরে মানববন্ধন আয়োজন করা হয়। গতকাল শুক্রবার দুপুরে পৌরসদরস্ত  ইমাম শেরে বাংলা সা রহমাতুল্লাহি এর মাজার প্রাঙ্গণ হতে উপজেলা বাস স্টেশন চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সদস্য বৃন্দ উপস্থিত হয়ে মানববন্ধনটি সম্পন্ন করেন। এতে ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলম, শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন ডা. হাফিজুর রহমান, কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নাছির উদ্দিন রুবেল, মানবতার কল্যাণে আমরা সংগঠনের উপদেষ্টা গাজী মোহাম্মদ মাঈনুদ্দীন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ এস, এম, সাজ্জাদ সহ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ জামান, এক টাকায় বস্ত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ খুরশেদ, হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্স এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ওসমান গণি, সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ সাহেদুল আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদুল ইসলাম মুন্না। উত্তর চট্টগ্রামের স্বেচ্ছাসেবী, মানবিক ও রক্তদাতা সংগঠনের ব্যানারের এই মানববন্ধন টি বাস্তবায়ন হয়, প্রোগ্রামে বক্তারা মানবতার কল্যাণে আমরা ও হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্স এবং সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েন কে সহ সকল সংগঠন কে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *