ePaper

দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরলো তামিম-মুমিনুলের চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক:  

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে শুরুটা ভালো হয়নি চট্টগ্রাম বিভাগের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে রংপুর বিভাগের কাছে ৫ উইেকেট হেরেছিল দলটি। ভালো করতে পারেননি দলের অন্যতম কর্ণধার তামিম ইকবাল।তবে ফর্মে ফিরতে মোটেও দেরি হয়নি তামিমের। প্রথম ম্যাচে ১৩ রানে আউট হলেও দ্বিতীয় ম্যাচেই হেসেছে দেশের এক নম্বর ওপেনারের ব্যাট।

সিলেট বিভাগের বিপক্ষে ঝোড়ো ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি টাইগার ওপেনার। ৩৩ বলে খেলেছেন ৬৫ রানের বিধ্বংসী ইনিংস। ৮ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৩ ছক্কা।তামিমের ফর্মে ফেরার দিনে জয় পেয়েছে চট্টগ্রামও। সিলেটকে তারা হারিয়েছে ১২ রানে। এনসিএল টি-টোয়েন্টি এটি চট্টগ্রামের প্রথম জয়।আজ বৃহস্পতিবার সিলেট একাডেমি মাঠে তামিমের ফিফটিতে ভর করে ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করেছে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে ১৩৩ রানে গুটিয়ে গেছে সিলেট।

খেলা শুরু হতে দেরি হওয়ায় ওভার কমিয়ে আনা হয়।চট্টগ্রামের হয়ে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২৯ রান করেন চট্টগ্রামের আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ১২ বলে ১৫ রান করেন সাব্বির হোসেন শিকদার। আগের ম্যাচে ২১ বলে ২৭ রান করলেও এই ম্যাচে মুমিনুল আউট হয়েছেন ৯ বলে ৮ রান করে।সিলেটের হয়ে একাই লড়াই করেছেন তাওফিক খান তুষার।

৩৬ বলে ৭৬ রানের ইনিংসটি দলের কোনো কাজে না লাগায় দারুণ হতাশ তিনি। বিধ্বংসী ইনিংসে ৭টি চার ও ৬টি ছক্কা হাঁকান তুষার। ওয়াসিফ আকবার (১৭ বলে ১৩) ও তোফায়েল আহমেদ (১১ বলে ১৫) ছাড়া বাকিদের কেউ দুই অংক ছুঁতে পারেননি। এতে ৪ বল হাতে থাকতেই গুটিয়ে যায় সিলেট।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *