ePaper

 দেশে শান্তি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই-বরকত উল্যাহ বুলু

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

দেশে চলমান বিশৃংখল পরিস্থিতি নিয়ন্ত্রন ও শান্তি প্রতিষ্ঠান দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু। গতকাল শনিবার দুপুরে নোয়খালীর চৌমুহনী পাবলিক হলে বিগত জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ও বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে নিহত শহীদ পরিবারের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্ব এতে প্রধান বক্তা ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল গণি চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আহছান উল্যা সহ অনেকে। বরকত উল্যাহ বুলু বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন করার চেষ্টা করলে দেশের জনগন কোনভাবে মানবে না। এর বিকল্প কোন রকম ষড়যন্ত্র করলে জোরদার আন্দোলন গড়ে তুলে তা প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, জুলাই-আগষ্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে কোন একক দল বা গোষ্ঠী একক কৃতিত্ব দাবি করলে সেটা নিহত আহতদের আন্দোলনের সাথে বেইমানি হবে। কারন এই আন্দোলনে বিএনপি মূল নেতৃত্বে ছিল। এতে দলীয় অসংখ্য নেতা কর্মী হতাহত হয়েছে। এই আন্দোলন ছিল স্বৈরাচারী হাসিনা সরকারকে পতনের পর জাতিকে একটি স্বচ্ছ, নিরপক্ষ ও গ্রহন যোগ্য নির্বাচন উপহার দিয়ে জনগনের প্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠা করা। এর কোন রকম ব্যতিক্রম হলে শেখ হাসিনা ও তার পরিবার এবং দলীয় লোকজন এই দেশ থেকে যেই ২৭ লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে সেই টাকা দিয়ে তারা দেশ বিদেশে পূনর্বাসিত হয়ে যাবে। তাই বিএনপি যেকোন সময় এই টাকা উদ্ধারে সরকারকে সহযোগীতা করতে প্রস্তুত আছে। বুলু বলেন, স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার লোককে হত্যা করেছিল। তার মৃত্যুর পর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে জনগন ক্ষমতায় বসিয়ে তাদের জন-আকঙ্খা ভোগ করেছিল। এছাড়াও তিনি মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস এবং বহুদলীয় গনতন্ত্রের ধারক বাহক ছিলেন। অতীতের মতো শত ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ লালন পালন করে বাঙ্গালীর ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে সচেষ্ট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *