ইনসান সাগরেদ, পঞ্চগড়
শিশু আছিয়া এবং নুসরাত সহ দেশব্যাপী ধর্ষন, খুন, নারী নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় -তেতুলিয়া মহাসড়কে জেলা বিএনপি কার্য্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা মহিলা দলের সভাপতি আরজুমান্দ বানু মুক্তি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সেলিনা করিম, সাংগঠিনিক সম্পাদক মজিদা বেগম বক্তব্য রাখেন। বক্তারা জানান শিশু আছিয়া সহ এই সরকারের আমলে যত খুন ধর্ষন হয়েছে এর বিচার করতে হবে। ধর্ষকরা যাতে দেশ থেকে পালাতে না পারে এবং তাদেরকে জনসম্মুখে মাটিতে পুতে দিয়ে পাথর নিক্ষেপ করতে হবে। জাতীয়তাবাদি মহিলা দলের পঞ্চগড়ের প্রত্যেকটি নেতা কর্মী ধর্ষকদের শাস্তির দাবীতে সোচ্চার। আমাদের নেতা তারেক রহমান ধর্ষকদের বিরূদ্ধে অবস্থান নিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। মানববন্ধনে জেলা থাানা এবং পৌর মহিলা দলের নেতাকর্মীরা অংশনেন।