ePaper

দুরমুঠ হযরত শাহ কামাল রা.এর পবিত্র ওরস মোবারক চলবে মাদকমুক্ত, অশ্লীলতা, জুয়া মুক্ত

 মো. রুহুল আমিন রাজু, জামালপুর

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের দুরমুঠ বাজারে অবস্হিত হযরত শাহ কামাল (র.) এর মাজার শরীফ। এই মাজার শরীফে প্রতিবছর এক মাসব্যাপী পবিত্র ওরস মোবারক উপলক্ষে চলতি বছর নতুন মাজার কমিটির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়াসহ কমিটির সকল নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী এবারের মেলায় থাকছে মাদকমুক্ত, অশ্লীলতা জুয়াসহ নানান অপকর্ম বন্ধ ঘোষণা করে সম্পূর্ণ নতুন আলোকে বৈশাখী মেলা পরিচালনা করা হবে বলে জানা গেছে। এই উপলক্ষে একটি জরুরি মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হযরত শাহ কামাল রা. এর পবিত্র ওরস মোবারক ও মেলা উদযাপন কমিটির সভাপতি হযরত শাহ কামাল রা. এর বংশধরের উওর সূরী দুরমুঠ ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বাবের সফল চেয়ারম্যান ও দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়া পরিবারের আত্মীয় সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক তুখোড় ছাত্র নেতা মুন্জুরুল কবীর মুন্জু। তিনি বলেন এবারের ওরস চলবে মাদকমুক্ত, অশ্লীলতা মুক্ত, জুয়া মুক্তসহ নানান অপকর্ম মুক্ত। এইজন্য আমাদের কে সর্তকতা সাথে কাজ করে ঢ়েতে হবে। যাতে কোন দুষ্কৃতিকারী আমাদের পরিকল্পনাকে নষ্ট করতে না পারে সেইদিকে সকল কে খেয়াল রাখতে হবে। এছাড়াও থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত। এই বিষয়ে দুরমুঠ মেলা উদযাপন কমিটির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া জানান, এবারের ওরস চলবে মাদক মুক্ত, অশ্লীল মুক্ত, এককথায় মাজারের পবিত্রা রক্ষার জন্য কঠোর নজরদারিসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে। এই জন্য আগামী ১৩ এপ্রিল রবিবার বিকেলে সাড়ে তিনটার দিকে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এসে সার্বিক দিক নির্দেশনা মূলক মিটিং করবেন বক্তব্য রাখেবেন জেলা পুলিশ সুপার। দুরমুঠ মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *