ePaper

দীর্ঘ ৯ মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক   পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ৯ মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৪ মে) সকাল ১০ টায় এই কার্যক্রম শুরু হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা কার্যক্রম পরিদর্শন করেন।

২৪ এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই দফা হামলা ও অগ্নিসংযোগে ধ্বংস হয়ে যায় অফিসটিতে সরবরাহের জন্য রাখা প্রায় আট হাজার পাসপোর্ট, কম্পিউটার আসবাবপত্রসহ সকল ধরণের যন্ত্রাংশ। এতে করে বন্ধ হয়ে যায় সেবা খাতের অন্যতম এই আঞ্চলিক কার্যালয়টি। এতে করে ভোগান্তিতে পরে স্থানীয়রা সহ এই কার্যালয়ে সেবা নিতে আসা গ্রাহকরা।

প্রায় ৪ মাসের সংস্কার কাজের পরে ভবনটি নতুনভাবে ব্যবহারের উপযোগী হয়েছে। গত মাসে উদ্বোধনের কথা থাকলেও সার্ভার জটিলতার কারণে তা পিছিয়ে যায়।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন বলেন, দীর্ঘ ৯ মাস পর পুনরায় চালু হচ্ছে আঞ্চলিক কার্যালয়ের পাসপোর্ট সেবা কার্যক্রম। আমরা নিশ্চিত করতে চাই সম্পূর্ণ দালালমুক্ত এবং নিরিবিলি পরিবেশে জনগণের কথা বিবেচনা করে ৫ আগষ্ট পরবর্তী সময়ে সঠিক সেবা দেয়ার জন্য আমরা কর্মকর্তা-কর্মচারিরা কাজ করে যাবো। জুলাই মাসে প্রায় ৮ হাজার পাসপোর্ট পুড়ে গিয়েছিল। সেখান থেকে প্রায় সাত হাজার পাসপোর্ট আগারগাঁও থেকে সরবরাহ করা হয়েছে। বাকিগুলোও সরবরাহের অপেক্ষায় আছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের জাতীয়তার অন্যতম একটি ডকুমেন্ট। দীর্ঘ ৯ মাস এই অফিসটির কার্যক্রম বন্ধ ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অফিসের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি পুনরায় আবার এই অফিসের কার্যক্রমটি শুরু করার জন্য। নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন জেলা। যারা শিল্পের সাথে জড়িত প্রতিনিয়ত তাদের বিদেশ ভ্রমণ করতে হয়। তাদের জন্য পাসপোর্টটি খুবই প্রয়োজন। এছাড়াও নারায়ণগঞ্জে অনেক মানুষের বসবাস। সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে।

এদিকে, সরেজমিনে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, সকাল থেকেই আবেদনকারীরা ভীড় করেছে সেখানে। প্রথম দিনে সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকে নানা ভোগান্তির অভিযোগ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *