মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী
সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ০১ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ড সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামীসহ পরোয়ানাভুক্ত ০৪ জন আসামী গ্রেফতার। পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখীল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং মোহাম্মদ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ, সোনাইমুড়ী থানা, নোয়খালী এর নেতৃর্ত্বে অদ্য ০৫-০৪-২০২৫খ্রি. তারিখ বিকালে এসআই(নি.) মুহাম্মদ কাওসারুজ্জামান, পিপিএম, সঙ্গীয় ফোর্সসহ সাজাপ্রাপ্ত জিআর নং-৩৩৬/২০, টিআর-৪১১/২০, এর আসামী ১। মো. সানাউল্যাহ প্রঃ সানা প্রঃ সানু, পিতা- মৃত নুর মোহাম্মদ, সাং-নজরপুর(বেচা গাজীর বাড়ী), ২নং ওয়ার্ড, ৬নং নাটেশ্বর ইউপি, থানা-সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, এএসআই(নিঃ) মো. ইযাকুব আলী সঙ্গীয় ফোর্সসহ ২। বেগমগঞ্জ থানার মামলা নং-৯, তারিখ-০৬/০৩/২৪ইং, জিআর নং-১০২/২৪, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬ দঃ বিঃ এর আসামী ইমন হোসেন প্রঃ এমানো (৩০), পিতা- আবু তাহের প্রঃ লাডা তাহের, সাং- মিরিকপুর, (লাডা তাহের বাড়ী), ২নং ওয়ার্ড, ১০নং ইউপি, থানা-সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, এএসআই(নিঃ) মো. ফরিদ উদ্দিন মুন্সী সঙ্গীয় ফোর্সসহ ৩। সোনাইমুড়ি থানার মামলা নং-১৩, তারিখ-২১/০৭/১৫ইং, জিআর নং-১১৫৯/১৫, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ এর আসামী শান্ত(২০), পিতা- জাফর আহম্মদ, (মোবারক উল্যার বাড়ী), সাং- দক্ষিণ আবির পাড়া, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, এএসআই(নিঃ) মো. রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৪। সোনাইমুড়ি থানার মামলা নং-৬, তারিখ-১৪/০২/১৭ইং, জিআর নং-২৩২/১৭, ধারা-মাদক আইনের ১৯(১) এর ৯(ক) আসামী মো. সুরুজ মিয়া প্রঃ ভান্ডারী, পিতা- মৃত নুর মোহাম্মদ, সাং- নজরপুর, (বেছা মাঝির বাড়ী), থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, এএসআই(নিঃ) মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ ৫। সোনাইমুড়ি থানার মামলা নং-১২, তারিখ-১৭/০৬/১৬ইং, জিআর নং-৯১৩/১৬, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ/১৯(এফ) এর আসামী শান্ত, পিতা- জাফর আহম্মদ, সাং-তথারখীল, মোবারক উল্যার বাড়ী, থানা-সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, এসআই(নিঃ) গিয়াস উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ৬। সিআর মামলা নং-৪২৯/২৪, ধারা-৩২৩/৩২৪/৫০৬(২) পেনাল কোড এর আসামী ইমাম হোসেন (এমানু), পিতা-মৃত আবু তাহের, সাং-বটগ্রাম (নুরু মিয়া চৌকিদার বাড়ী), থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালীদের’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। ওয়ারেন্টভুক্ত আসামীসহ নিয়মিত মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত আছে।