মো. আব্দুস সাত্তার, দিনাজপুর
মো. মতিউর রহমান কোতয়ালী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতির পাশাপাশি বদলে গেছে কোতয়ালী থানার চিত্র। কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গত ২২অক্টোবর ২০২৪ ইং তারিখে দিনাজপুর সদরে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. মতিউর রহমান দায়িত্ব গ্রহন করেন। মো. মতিউর রহমান ওসি হিসেবে কোতয়ালী থানায় দায়িত্ব গ্রহনের পর ২২ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাত্র ২ মাস ৮ দিন ব্যবধানে রাজনৈতিক মামলায় ১১০ জন, ওয়ান্টে তামিল (সাধারণ) জিআর ১১৬ জন ও সিআর ২১ জন, ওয়ান্টে তামিল (সাজা) জিআর ২১জন ও সিআর ১২ জনকে গ্রেফতার করেন। তিনি ২ মাস ৮ দিনের ব্যবধানে বিভিন্ন সময়ে গোপন ও প্রকাশ্যে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১৪৮ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৭৩ পিচ ট্যাপেন্টাডল, ৪৫ পিচ ইয়াবা, ৫২০ গ্রাম গাঁজা, ২৩ পিচ ইনজেকশন ও ৩৯১ লিটার চোলাই মদ উদ্ধার করার পাশাপাশি ৩৬টি মাদক মামলাসহ ৬০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। জানা যায় ৫ আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে জনগন এবং পুলিশের মধ্যে একটি বৈরী সম্পর্ক তৈরি হয়েছিলো। সে সময় পুলিশ কোন কাজ করতে গেলে জনগণের বাধার সম্মুখীন হচ্ছিলো। পুলিশও সেক্ষেত্রে কোন কাজ করতে ভয় পাচ্ছিলো। এই রকম একটা পরিস্থিতিতে মো. মতিউর রহমান কোতয়ালী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে জনগণ ও পুলিশের বৈরী সম্পর্ক দূর হতে শুরু করে এবং জনগনের সাথে পুলিশের সম্পর্কের দ্রুত উন্নয়ন ঘটে। ওসি মতিউর রহমান ইতিপূর্বে দিনাজপুর কোতয়ালী থানায় এস, আই পদে কর্মরত থাকাকালীন সময়ে জনগণের সাথে সু-সম্পর্ক বজায় ছিলো। সে সময় বিভিন্ন মাদক উদ্ধার এবং ভালো পুলিশিং সেবা প্রদান করার কারণে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি এই সম্পর্ককে কাজে লাগিয়ে পুলিশ জনগণের সংকটকে দূরীভূত করেন। তার সৎ চিন্তা ও আধুনিক রুচিশীলতার কারণে বর্তমানে বদলে গেছে কোতয়ালী থানার চিত্র। যার ফলে জনগন এখন কোতয়ালী থানায় নির্বিঘ্নে সেবা গ্রহণ করতে পারছে। সাধারণ মানূষ থানায় অভিযোগ বা জিডি এমনকি সত্য ঘটনা নিয়ে থানায় মামলা করতেও বিলম্ব হচ্ছে না। ওসি মতিউর রহমান-এর নেতৃত্বে থাকা থানার কর্মরত, এস.আই, এ.এস.আই ও নারী পুলিশ সদস্যরা থানার আইন-শৃঙ্খলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক সাক্ষাৎকারে কোতয়ালী থানার ওসি মো. মতিউর রহমান বলেন, কোতয়ালী থানায় যোগদানের পর আমার অর্পিত দায়িত্ব সাধ্যমত পালন করার চেষ্টা করছি। আগামী দিনে আমার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে যেন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি সেজন্য তিনি দিনাজপুর সদর উপজেলাবাসীসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।