আব্দুস সাত্তার, দিনাজপুর
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবছর এইচএসসি পরীক্ষায় ৪৩টি কলেজ থেকে পাস করেনি কেউ পাসের হার কমে ৫৭.৪৯ শতাংশে নেমে এসেছে যা গত সাত বছরের পরিসংখ্যানে সর্বনিম্ন। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং ফলাফলে দেখা যাচ্ছে ৪৩টি কলেজ থেকে একজনও শিক্ষার্থী পাস করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষার পাসের হার কমে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪৯ শতাংশে, যা গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। ২০২৪ সালে এই হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২০ দশমিক ০৭ শতাংশ পয়েন্ট। এবছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৮ হাজার ৯১ জন, যার মধ্যে পাস করেছে মাত্র ৬০ হাজার ৮৮২ জন। উল্লেখযোগ্য বিষয় হলো, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমে প্রায় অর্ধেক হয়েছে; ২০২৪ সালে যেখানে ১৪ হাজার ২৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, এবছর তা নেমে এসেছে ৬ হাজার ২৬০ জনে। শূন্য পাস করা কলেজগুলোর সংখ্যা বেড়ে ৪৩টিতে দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ২০টি। অর্থাৎ ২৩টি কলেজ নতুন করে শূন্য পাসের তালিকায় যুক্ত হয়েছে। লিঙ্গভিত্তিক ফলাফলে দেখা যায়, মেয়েদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ। মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফল করলেও উভয় ক্ষেত্রেই ফলাফল গত বছরের তুলনায় খারাপ হয়েছে। চলতি বছর ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
