ePaper

দিনাজপুরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

আব্দুস সাত্তার, দিনাজপুর

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে মাসব্যাপী ১৮তম বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুর ঐতিহাসিক গোড় এ শহীদ বড় ময়দানে ফিতা কেটে, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মো. এনামুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেন প্রমুখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ১৮তম দিনাজপুর বাণিজ্য মেলার আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মো. রাহবার কবীর পিয়াল। মেলা কমিটির সদস্য সচিব ও চেম্বারের পরিচালক মো. আখতারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে চেম্বারের সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত গীতা পাঠ করা ও গত জুলাই – আগষ্টের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাস ব্যাপী বাণিজ্য মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দিনাজপুরের স্বনামধন্য ডেকোরেটর মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *