ePaper

দিনাজপুরে উঠে যাচ্ছে নতুন রাস্তার কার্পেটিং,নিম্নমানের কাজের অভিযোগ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সদ্য নির্মিত বিভিন্ন গ্রামীণ সড়কের কার্পেটিং উঠে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের কাজের কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সদ্য নির্মিত এসব সড়কে কার্পেটিং বসানোর কয়েকদিনের মধ্যেই আস্তরণ উঠে যাচ্ছে। শনিবার দুপুরে উপজেলার বোয়ালদার ইউনিয়নের লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামের নির্মাণাধীন সড়কে কার্পেটিংয়ের বিভিন্ন স্থানে ফাটল ধরে উঠে যেতে দেখা যায়। স্থানীয়রা জানান, এমন নিম্নমানের কাজের কারণে শীত আসার আগেই সড়কগুলোতে চলাচল অযোগ্য হয়ে পড়তে পারে। ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশেই এমন নিম্নমানের কাজ হচ্ছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সরঞ্জাগাড়ি গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম জানান, এগুলো সব নিম্নমানের কাজ। নিয়ম অনুযায়ী কাজ করা হয়নি জন্য দুই-তিন দিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। একই গ্রামের কৃষক আবু তাহের বলেন, ‘এই রাস্তা দিয়ে আমরা বাজারে ধান-চাল নিয়ে যাই। কিন্তু কাজের মান এতই খারাপ যে গাড়ি নিয়ে চলাচল করা যায় না। একদিকে ধুলোবালি, আরেকদিকে ফাটা রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।’ কলেজ পড়ুয়া খাইরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা উন্নয়ন চাই, কিন্তু সেটা যদি টেকসই না হয় তবে টাকা অপচয় ছাড়া আর কিছুই নয়। রাস্তার কাজের তদারকি বাড়াতে হবে।’ চা দোকানি আক্কাস বলেন, ‘রাস্তার কাজ শুরু হতেই আমরা ভেবেছিলাম কষ্ট কিছুটা কমবে। কিন্তু এখন মনে হচ্ছে এ কাজ শুধু টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই না।’ হাজেরা বেগম নামের এক বাসিন্দা বলেন, ‘এই রাস্তা দিয়ে বাচ্চারা স্কুলে যায়। কার্পেটিং উঠে যাওয়ায় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়ে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। রাস্তার কাজ একেবারেই ভালো হয়নি, আমরা ভালো কাজ চাই।’ এলজিইডি হাকিমপুর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী কাদের হোসেন বলেন, ‘সড়কের কিছু জায়গায় বৃষ্টির কারণে ফাটল দেখা দিয়েছে। যেসব স্থানে সমস্যা হয়েছে সেখানে পুনরায় কাজ করা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *