ePaper

দাবি দক্ষিণ কোরিয়ার-উত্তর কোরিয়ার কাছে ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এমন অবস্থায় দেশটি আবারও প্রতিদ্বন্দ্বী প্রতিবেশীকে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, দক্ষিণ কোরিয়ার একীকরণমন্ত্রী চুং দং-ইয়ং এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, এ মূল্যায়ন বিশেষজ্ঞদের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে।মন্ত্রণালয়ের বরাত দিয়ে চুং বলেন, “আমেরিকান সায়েন্টিস্টস ফেডারেশনসহ বিভিন্ন বিশেষজ্ঞের অনুমান অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ (৯০ শতাংশ বা তারও বেশি) ইউরেনিয়াম মজুত রয়েছে।”তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া আলোচনায় দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণে স্থবির হয়ে পড়া প্রচেষ্টার ক্ষেত্রে এটি একটি “অগ্রগতি” হিসেবে কাজ করতে পারে।এদিকে, চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তাদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা “স্থায়ীভাবে সংরক্ষিত” এবং “অপরিবর্তনীয়”।একইসঙ্গে যুক্তরাষ্ট্রের অব্যাহত নিরস্ত্রীকরণের দাবিকে তারা নিন্দা জানায়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাম্প্রতিক বৈঠকে উত্তর কোরিয়ার কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ প্রকাশের পর এ ঘোষণা দেওয়া হয়। পিয়ংইয়ং জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে প্রস্তুত, তবে শর্ত একটাই— তাদের স্থায়ীভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *