ePaper

থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে যা বললেন মাধবন

বিনোদন ডেস্ক

২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ব়্যাঞ্চো, রাজু আর ফারহানের সেই বন্ধুত্বের গল্প আজও দর্শকদের মনে অমলিন। দীর্ঘ ১৫ বছর পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ছবিটির সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন।লিউড পাড়ায় জোর গুঞ্জন খুব শিগগিরই বড় পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস ২’। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে আর মাধবন জানিয়েছেন, আপাতত এমন কোনো পরিকল্পনা নেই। মাধবনের মতে, ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে নতুন করে শুরু করা বেশ চ্যালঞ্জিং।মজা করে এই অভিনেতা বলেন, ‘আমরা এখন আর কলেজের সেই তরুণ ছাত্র নই। বয়সের ছাপ আমাদের চেহারায় স্পষ্ট। তাই গল্পের প্রেক্ষাপট কী হবে, সেটা ভাবার বিষয়। কেবল জনপ্রিয়তাকে পুঁজি করে সিক্যুয়েল বানালে মূল ছবির আবেদন নষ্ট হতে পারে।’
তবে রাজকুমার হিরানির সঙ্গে ফের কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও তা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলই হতে হবে এমনটা মনে করেন না ‘ফারহান’ খ্যাত এই তারকা। অন্যদিকে, বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও নিজের অবস্থান পরিষ্কার করেছেন।‘ব়্যাঞ্চো’ চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ উল্লেখ করে তিনি বলেন, ‘ভক্তদের ভালোবাসা আজও আমাকে সিক্ত করে। তবে বাস্তব হলো, এখন পর্যন্ত সিক্যুয়েলের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা চিত্রনাট্য আমার কাছে আসেনি।’তিনি আরও বলেন, ‘যদি সত্যিই অসাধারণ কোনো গল্প পাওয়া যায়, তবেই সিক্যুয়েল করা সম্ভব। এখন যা শোনা যাচ্ছে, তার পুরোটাই কেবল গুঞ্জন।’ বন্ধুত্ব, পড়াশোনার চাপ আর স্বপ্নের পেছনে ছোটার অনুপ্রেরণা জোগানো এই ছবিতে আরও অভিনয় করেছিলেন শরমন যোশী ও কারিনা কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *