আরিফুর রহমান, মাদারীপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদারীপুরে সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা হয়।
সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সবাইকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তারা জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
মতবিনিময় সভায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা, দায়িত্ব পালনে সম্ভাব্য চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে নির্বাচন পরিচালনায় করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এহতেশামুল হক। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র?্যাব ও আনসার বাহিনীর কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
