মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধে জেরে তেরকান্দা দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। জানাযায়, ৭ই এপ্রিল রাতে তেরকান্দা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে দুই পক্ষকে শান্তনা দিয়ে আসেন। পরে (৮ এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে দফায় দফায় চলে এ সংর্ঘষ। এসময় ১৫ টি ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটে। এই ঘটনায় চারজনকে পুলিশ আটক করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংর্ঘষের সূএপাত হয়। পরে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে গ্রামের অন্য গোষ্ঠীর লোকজনও সংর্ঘষের জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষের কারণে এলাকায় ধানি জমির ব্যাপক ক্ষতি হয়। এসময় বসত ঘরে ভাংচুর, লুটপাটসহ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটনা ঘটে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, সিএনজি চুরির ঘটনায় পূর্ব বিরোধের জেরে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্হিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।