সৌমিত্র সুমন (পটুয়াখালী) পায়রা বন্দর
কমিউনিটি ভিত্তিক জলবায়ু সুশাসন বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতার বিকল্প নেই। দুর্যোগ ব্যবস্থাপনায় অনিয়ম, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বরাদ্দকৃত অর্থের অপব্যবহার, ত্রাণ বিতরণে অস্বচ্ছতা এবং উন্নয়ন প্রকল্পে তৃণমূলের অংশগ্রহণ না থাকা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে সেমিনারে মত দেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত “বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (ঝঈএএচ) প্রকল্প”-এর সেমিনারে এসব অভিমত উঠে আসে। প্রজেক্ট অফিসার আশিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অমল মুখার্জি। উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তার। বক্তারা বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সামাজিক জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্তদের কৃষি সহায়তা ও পুনর্বাসন বাজেটে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। তারা আরও বলেন, জরুরি ত্রাণ বিতরণে অনিয়ম-অপব্যবহার রোধ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক ব্যয় অযৌক্তিকভাবে তিন থেকে চার গুণ বাড়ানো হয়, যা কমানো উচিত। সেমিনারের দ্বিতীয় সেশনে তসাংবাদিকরা কাল্পনিক বাজেট ধরে অসঙ্গতি চিহ্নিত করে প্রস্তাবনা আকারে উপস্থাপন করেন। এতে কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
