রাজবাড়ী প্রতিনিধি
পদ্মা নদীতে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত ও একটি মাত্র ঘাট দিয়ে যানবাহন পারাপার করার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নদীতে তীব্র স্রোতে ঘাটে ফেরি ভীড়তে পারছে না। ৭টি ঘাটের মধ্যে ৪টি ঘাট দীর্ঘদিন ধরে বন্ধ। চালু থাকা ৩টি ঘাটের মধ্যে ৭ ও ৩ নং ঘাটটিও বন্ধ হয়ে যায়। একটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করায় ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখাযায়, জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। জানা গেছে, পদ্মা নদীতে তীব্র স্রোত থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যার কারণে যানবাহন পারাপার ব্যাহতের পাশাপাশি দৌলতদিয়া প্রান্তে স্রোতে ঘাটে ফেরি ভীড়তে না পারায় দেখা দিয়েছে। বর্তমানে ৩, ৪ ও ৭ নম্বর ঘাটের মধ্যে শুধু ৪ নম্বর ঘাট চালু রয়েছে। বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের ফিঙার (কব্জা) ভেঙে যাওয়ায় ঘাটটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে রাত থেকেই পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। এখনও কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলেই ঘাটটি চালু করা হবে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরও বলেন, ফরিদপুরের ভাঙ্গায় সমস্যা দেখা দেওয়ায় এ নৌরুটে গাড়ির চাপ কিছুটা বেশি পড়েছে। বর্তমানে এ রুটে ১০টি ফেরির মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
