ePaper

তিন দিনের আলটিমেটামে জকসু বাস্তবায়নের রোডম্যাপ চায় জবি বৈষম্যবিরোধী আন্দোলন

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কর্তৃক তিন কার্যদিবসের আল্টিমেটাম জারি করা হয়েছে। সংগঠন দুটির দাবিÑজগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) গঠনের জন্য দ্রুত সময়ের মধ্যে নীতিমালা ও নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করতে হবে। সেইসঙ্গে গত পনেরো বছরে নিয়োগ সংক্রান্ত সব কার্যক্রমের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করতে হবে। এছাড়া, আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে একটি বিস্তারিত শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে সংগঠন দুটি। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরেন। সংগঠনগুলোর দাবির মধ্যে আরও ছিলÑবৈষম্যবিরোধী আন্দোলনে যারা হামলা চালিয়েছে বা উসকানি দিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনা; আহত শিক্ষার্থীদের টিউশনসহ সব অ্যাকাডেমিক ফি মওকুফ; দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা এবং অগ্রগতি প্রকাশ; ২০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিষয়ক শ্বেতপত্র প্রকাশ; আবাসন সংকট নিরসনে হল নির্মাণ কাজ ১৫ দিনের মধ্যে শুরু; বাসস্থানের জন্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বাজেটে সঠিক বরাদ্দ নিশ্চিত করা; এবং বহু প্রতীক্ষিত সমাবর্তনের আয়োজন। সংবাদ সম্মেলনে জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের নানা বৈষম্য, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা বারবার কথা বলেছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিকার মিলছে না। আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনের একটি সুস্পষ্ট পরিকল্পনা ও সময়সীমা চাই।” আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “জকসুর জন্য আমরা বহুদিন অপেক্ষা করেছি। আর সময়ক্ষেপণের সুযোগ নেই। এবার আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দাবি আদায়ের পথে এগিয়ে যাব। সোমবার আমরা পোস্টারিংয়ের মাধ্যমে আবাসন সংকট, ফ্যাসিস্ট হামলার বিচার ও জকসু নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি শুরু করব।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা কিশোর সাম্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সিফাত হাসানসহ দুই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *