ePaper

তামান্না ৭০ বছরের বাচ্চাদের ঘুম পাড়ান— বলে বিতর্কে অভিনেতা

বিনোদন ডেস্ক

বলিউডের নন্দিত অভিনেত্রী ও আইটেম গার্ল তামান্না ভাটিয়াকে নিয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা আন্নু কাপুর। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তামান্নার শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।বলে রাখা ভালো, তামান্না ভাটিয়া বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে অতীতে নিজেই জানিয়েছেন, এই উপাধি তিনি পছন্দ করেন না। তাই আন্নুর মন্তব্যে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। কারণ, সেই সেই সাক্ষাৎকারে আন্নুকে তামান্না সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘কী সুন্দর, দুধের মতো সাদা শরীর তামান্নার।’এতেই থেমে থাকেননি আন্নু কাপুর। তিনি তামান্নার একটি পুরোনো মন্তব্যকেও বিদ্রূপ করেন। গত বছর এক সাক্ষাৎকারে তামান্না বলেছিলেন, তার ‘আজ কি রাত’ গানটি শুনে অনেক শিশু চুপ হয়ে যায় ও ঘুমিয়ে পড়ে। সেই প্রসঙ্গ টেনে আন্নু বলেন, ‘কত বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে।’এরপর তিনি আরও যোগ করেন, ‘সে নিজের গান আর শরীর দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে— এটা দেশের জন্য বড় উপকার।’আন্নুর এসব মন্তব্যে ক্ষুব্ধ তামান্নার ভক্তরা। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, ‘আন্নুজি, আপনার বয়স ও মর্যাদার সঙ্গে এই ধরনের মন্তব্য মানায় না।’ এ ঘটনায় তামান্না এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *