ePaper

ঢাবি দাবা ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩-দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শুরু

পিযুষ কুমার বিশ্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ‘উইন্টার চেস ফেস্টিভ্যাল’ শীর্ষক ৩-দিনব্যাপী দাবা প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ছাত্র-শিক্ষক কেন্দ্রের গেমস্ রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি তানভীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার এবং জাতীয় দাবা প্রশিক্ষক আবু সুফিয়ান শাকিল এবং প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সহধর্মিণী লাবণ্য রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান শরীফ শুভ অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘কিস্তিমাত’-এর মোড়ক উন্মোচন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ক্লাবের সদস্যদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিবৃত্তিক চর্চার অন্যতম মাধ্যম। আমাদের ব্যক্তিত্ব ও মনস্তাত্ত্বিক জগতের উপর এর প্রভাব পড়ে। বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দাবা খেলাকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। যুক্তিনির্ভর ও বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণ ও মেধার বিকাশে দাবাসহ অন্যান্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ৩-দিনব্যাপী ‘উইন্টার চেস ফেস্টিভ্যাল’-এ ২টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ ও আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চেস চ্যাম্পিয়নশিপ’। আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মেমোরিয়াল ওপেন র‌্যাপিড চেস টুর্নামেন্ট’। এই টুর্নামেন্ট সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *