ePaper

ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের এ তথ‍্য জানান।তিনি জানান, নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এখন আমি নির্বাচন কমিশনের কাছে প্রতীকের জন্য আবেদন করব এবং আমার পছন্দ ফুটবল প্রতীক। সেটার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করবো।এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার আবেদনটি বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের গরমিল দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *