মো.তাসলিম উদ্দিন, (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বিকাল থেকে যানজট শুরু হয়ে ধীরে ধীরে তা বাড়তে থাকে। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। এদিকে জানা যায়, হবিগঞ্জ, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী থেকে মাধবপুর পর্যন্ত দীর্ঘ ৬০-৭০ কিলোমিটার রাস্তা বর্তমানে যানজটের দৃশ্য দেখা যায়। রহিম মিয়া মিয়া নামের এক যাত্রী বলেন, বিকেলে সরাইল উপজেলা সদর থেকে জেলা শহরে পৌঁছাতে ৩০ মিনিটের জায়গায় তাঁর তিন ঘণ্টা সময় লেগেছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক শাহ আলম বলেন, শাহবাজপুর থেকে সরাইল কুট্টাপাড়া এলাকায় (১০ কিলোমিটার) পৌঁছাতে তাঁর সময় লেগেছে দেড় ঘণ্টা। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, গতকাল বেলা দুইটা থেকে লংমার্চের যানবাহন যাওয়া শুরু করে। ঢাকা থেকে ও এলাকার চার হাজারের অধিক বিভিন্ন গাড়ি, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও খোলা ট্রাক আখাউড়ার দিকে চলাচল করে। রোডে গাড়ি বেশী হওয়ার কারণে এদিক সেদিক গাড়ি ঢুকানো কারণেও এই যানজট সৃষ্টি হয়। ওসি বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট আমাদের সঙ্গে কাজ করছেন। কিছুটা স্বাভাবিক হয়ে আসছে আশা করছি। রাত দশটার মধ্যে এই সমস্যা থাকবে না। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।