শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ী কে নৃশংসভাবে হত্যার বিচারের দাবীতে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা জেলার সকল ছাত্র জনতা। গতকাল শনিবার সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়াদী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা শাখার মুখ্য সংগঠক রাকিবুল ইসলাম, জেলা যুব অধিকারের সাবেক সভাপতি উবাইদুল্লাহ বিন হাফিজ, জেলা ছাত্র শিবিরের কলেজ শাখার ছাত্র সেক্রেটারি যুবায়ের হোসেন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা উসমান গণি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মো. হুসাইন প্রমুখ। সমাবেশে ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ী কে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানান বক্তারা এবং এ হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান তারা।