ক্রীড়া প্রতিবেদক
ঢাকায় ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সানরাইজ-ইউনেক্স জুনিয়র ও সিনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আসছে ১৯টি দেশ। ১৩ ডিসেম্বর পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জুনিয়র টুর্নামেন্ট শুরু হবে, এবং ১৭ ডিসেম্বর শুরু হবে সিনিয়র টুর্নামেন্ট। এতে বাংলাদেশের পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, কানাডা, শ্রীলঙ্কা, জাপান, মালদ্বীপ, ইউক্রেন, ইতালি, ফিনল্যান্ড, বুলগেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা অংশ নেবে।
এই টুর্নামেন্টে মোট ৫৫ জন জুনিয়র ও ৬১ জন সিনিয়র খেলোয়াড় বাংলাদেশ থেকে অংশ নেবেন। অন্যান্য দেশ থেকে জুনিয়র বিভাগে ১১৪ এবং সিনিয়র বিভাগে ২২৮ জন খেলোয়াড় অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। টুর্নামেন্টে পুরুষ ও নারী একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত—এই পাঁচ ইভেন্টে প্রতিযোগিতা হবে।
বিশ্বের শীর্ষ র্যাংকিংধারী শাটলাররা অংশগ্রহণ করায় এই টুর্নামেন্টের গুরুত্ব অনেক। গত আসরে বাংলাদেশের ব্যাডমিন্টন খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়েছিল, এবং এবারও সেই সাফল্য পুনরাবৃত্তির আশা করা হচ্ছে। বাজেট রয়েছে ৭০ লাখ টাকা, এবং স্পন্সর হিসেবে ইউনেক্সসহ একমি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্থিক সহায়তা করছে।
ফেডারেশন জানিয়েছে, বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং পল্টনের ইনডোর স্টেডিয়ামের সংস্কার কাজও চলছে। তবে কিছু সমস্যা এখনও রয়েছে, যা দ্রুত সমাধান করা হবে।