হামিদুল্লাহ সরকার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলার ১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এ ডি পি প্রকল্পের আওতায় মাল খুব স্থাপনের বাবদ ২ লক্ষ টাকা ব্যয় সংক্রান্ত একটি গুরুতর অনিয় ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) আতিকুর রহমান কর্তিক প্রকল্প সম্পাদক রফিকুল ইসলামের জাল স্বাক্ষরে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে বলে রফিকুল ইসলাম ডিমলা উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর অভিযোগ করছে। অভিযোগের রফিকুল ইসলাম জানান ১ নং পশ্চিম ছাতনা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৯ টি নলকূপ ও ইউনিয়ন পরিষদে ১টি নলকূপ সহ দশটি নলকূপের স্থাপনের আলোচনা হয়। কিন্তু ২ নং ওয়ার্ডের নলকূপ বিতরণের ও মাস্টার রোলের তালিকায় অন্তর্ভুক্ত নামধারী ব্যক্তিদের জিজ্ঞাসা করলে তারা জানায় আমাদের বাড়িতে কোন নলকূপ স্থাপন করা হয় নাই এবং এ ব্যাপারে তারা কোন কিছু জানে না। তিনি জানান প্রকল্প কমিটির সভাপতি দুই এক জায়গায় নলকূপ স্থাপন দেখিয়ে উক্ত প্রকল্পের কাজ সম্পূর্ণ দেখাইছে।
