ePaper

ডার্ক থ্রিলারে ইরফান, সঙ্গে ভাবনা-দীঘি

বিনোদন ডেস্ক

থ্রিলার ঘরানার নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে তাঁর সঙ্গে রয়েছেন আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদিন দীঘি। নির্মাণ করছেন সুমন ধর। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে এর দৃশ্যধারণ। এমনটিই জানিয়েছেন ইরফান সাজ্জাদ। এখনও ওয়েব ছবিটির নাম চূড়ান্ত হয়নি।

গল্প প্রসঙ্গে বিস্তারিত জানাতে না চাইলেও নির্মাতা জানিয়েছেন, এটি একটি গল্পনির্ভর থ্রিলার কাজ, যেখানে চরিত্র ও আবহই মূল শক্তি। সেই বিবেচনায় ইরফান সাজ্জাদ, ভাবনা ও দীঘিকে নেওয়া হয়েছে। ঈদুল ফিতর সামনে রেখে ওয়েব ফিল্মটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নতুন এই কাজটি নিয়ে আশাবাদী ইরফান সাজ্জাদ।তিনি বলেন, ‘ডার্ক থ্রিলার গল্পে কাজ করতে আমি বরাবরই আগ্রহী। এই ওয়েব ফিল্মের গল্প ও চরিত্র আমাকে শুরু থেকেই টেনেছে। সুমন ধর গল্প বলার ক্ষেত্রে খুব যত্নবান একজন নির্মাতা। তাঁর নির্দেশনায় কাজ করার অভিজ্ঞতা সব সময়ই আলাদা। শুটিংয়ের পরিবেশও দারুণ! সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছি।’ সহশিল্পীদের প্রশংসা করে ইরফান আরও বলেন, ‘ভাবনা ও দীঘির সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আমরা সবাই চরিত্রগুলো নিয়ে অনেক আলোচনা করছি– যেন দর্শক পর্দায় বিশ্বাসযোগ্য কিছু পায়।’ নির্মাতা জানিয়েছেন, শুটিং শেষ হলে শিগগিরই ওয়েব ফিল্মটির নাম ও মুক্তির প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গত বছরের জুলাইয়ে মুক্তি পেয়েছিল ইরফান সাজ্জাদ অভিনীত সিনেমা ‘আলী’। এরপর নতুন আর কোনো সিনেমায় চুক্তিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে তাঁর অভিনীত নাটক ‘এটা আমাদেরই গল্প’। পাশাপাশি ঈদের কাজেরও প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *