ePaper

ডাচ-বাংলা ব্যাংকের-এর অর্থায়নে কৃষি গবেষণা প্রকল্পসমূহের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

উত্তম  দাম

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং ডাচ-বাংলা ব্যাংকের ‘স্পেশাল সিএসআর গ্রান্ট’-এর অর্থায়নে পরিচালিত কৃষি গবেষণা প্রকল্পসমূহের সমাপনী কর্মশালা ২৮শে জুন ২০২৫ তারিখে ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও  আবুল কাশেম মো. শিরিন উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিরিন বলেন,বাংলা ব্যাংকের সহায়তায় ফসল, মৎস্য, পোল্ট্রি, সেচ এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ খাতে গবেষণা প্রকল্পসমূহ দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে বাস্তাবায়িত হয়েছে। আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘প্রকল্পের নির্ধারিত সময়ের কর্মকাণ্ড সমাপ্ত হলেও, প্রকল্পগুলোর অংশীজন ও গবেষকগন এসব কর্মকাণ্ড চালিয়ে যাবেন।’ পরিশেষে তিনি বিশেষজ্ঞ কমিটির সদস্যগন, গবেষকগন, অংশীজন এবং ব্যাংকের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *