মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও
মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। যেখানে গণমাধ্যম কর্মী, মানবাধিকারকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রুমানা লিসা’র সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আজাহার রাজা, যিনি মানবাধিকার কর্মী, কবি এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূর আবতাব রুপম, এ্যাডভোকেট ইমরান হাসান চৌধুরী, আব্দুল লতিফ, এবং ফজলে ঈমাম বুলবুল।
প্রধান আলোচকের বক্তব্যে আজাহার রাজা মানবাধিকার ইতিহাস ও এর সার্বজনীন উদ্দেশ্য তুলে ধরে বলেন, মানবাধিকার শুধুমাত্র ব্যক্তির মৌলিক অধিকার রক্ষার বিষয় নয়, এটি সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বও বটে। বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর দিকে আলোকপাত করেন এবং সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “গণমাধ্যম মানবাধিকারের পাহারাদার। গণমাধ্যমকর্মীদের সততা ও সাহসিকতা আমাদের মানবাধিকার সুরক্ষায় নতুন আলো দিতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) কীভাবে সমাজে মানবাধিকার রক্ষায় ভূমিকা রেখে চলেছে। তিনি এনপিএস-এর উদ্যোগগুলো, যেমন মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং লঙ্ঘনের ঘটনা নথিভুক্তকরণ, শ্রোতাদের সামনে তুলে ধরেন। অতিথি আলোচকদের বক্তব্য: অনুষ্ঠানের অতিথি আলোচকগণ মানবাধিকার সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। নূর আবতাব রুপম মানবাধিকার এবং গণমাধ্যমের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করেন। আব্দুল লতিফ মানবাধিকারের বর্তমান চ্যালেঞ্জ এবং এই সংকট থেকে উত্তরণের পথ নিয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। ফজলে ঈমাম বুলবুলের কবিতার মাধ্যমে বক্তব্য:অনুষ্ঠানের ব্যতিক্রমী এক দিক ছিল জনাব ফজলে ঈমাম বুলবুলের কবিতার মাধ্যমে মানবাধিকার বিষয়ক বক্তব্য। তার কবিতায় যুগে যুগে মানবাধিকারের সংগ্রামের কথা উঠে আসে, যা শ্রোতাদের মধ্যে গভীর ভাবনা এবং আবেগ সৃষ্টি করে। আলোচনা সভাটি মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমসাময়িক সমস্যা সমাধানের প্রস্তাবনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে উপস্থিত দর্শক ও শ্রোতাদের অনুপ্রাণিত করেন। এনপিএস-এর এই আয়োজন মানবাধিকার রক্ষার অঙ্গীকারকে আরও সুসংহত করার একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।