ঠাকুরগাঁও প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে গুরুত্বপূর্ণ ঠাকুরগাঁও-১ আসন। কারণ এ আসনে মির্জা ফখরুল ছাড়াও ভোটে অংশ নিয়েছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামি আন্দোলনের খাদেমুল ইসলাম। হেভিওয়েট প্রার্থী থাকায় ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে। এদিকে সোমবার ঠাকুরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। সেখানে মির্জা ফখরুলের পক্ষে থেকে ভোট প্রদানের আহবান জানান তিনি। শুধু শহরেই নয়- প্রতিদিনই সদর আসনের প্রত্যেকটি ইউনিয়ন, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। ভোটারদের সাড়াও পাচ্ছেন বেশ। সরেজমিন ঘুরে দেখা যায়, নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে। পাড়া-মহল্লা, হোটেল-রেস্তোরা সর্বত্রই এখন চলছে ভোটের হিসেব নিকেশ। প্রার্থী, তাদের নেতাকর্মী ও পরিবারের লোকজন ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শহরের সরকারপাড়া এলাকার বাসিন্দা তরুণ ভোটার মাসুদ রানা বলেন, এবারই আমি প্রথম ভোট দিবো। যোগ্য প্রার্থীকেই বেছে ভোট নিবো। যে সদর আসনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। সদর আসনের বড়গাঁও এলাকার ভোটার আবু সাঈদ বলেন, আমরা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারি সেই ব্যবস্থা প্রশাসক করুক। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো। তবে অবশ্যই যোগ্য – পরিচিত মানুষকেই ভোট দিবো। রাহাত আরা বেগম বলেন, মির্জা ফখরুল আপনাদের লোক, সবসময় আপনাদের সাথে ছিলেন। তিনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। মির্জা ফখরুলের ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হয়েছে, তারপরও তিনি আপনাদের ছেড়ে যাননি। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ভোটে অংশ নিয়েছেন। আপনাদের কাছে আহবান থাকবে-অতীতে যেমন করে আপনারা তার পাশে ছিলেন ঠিক একই ভাবে এবারও মির্জা ফখরুলের পাশে থাকবেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত করবেন। বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল বলেন, এটাই আমার শেষ ভোট, আপনারা আমাকে ভোট প্রদান করবেন আশাকরি। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকবো। ঠাকুরগাঁও তথা জনগণের উন্নয়নে কাজ করবো।
