ePaper

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের ভবিষ্যত বিষয়ক যৌথ বক্তৃতা

ঠাকুরগাঁও প্রতিনিধি

: ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার আয়োজন করা হয়। গতকাল রোববার শহরের গোবিনন্দনগরস্থ উন্নয়ণ সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ বক্তৃতার আয়োজন করা হয়।

বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট অপর ডেভলপমেন্ট (বিআরআইডি)’র আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে যৌথ বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ গবেষক ড. ফাহাম আব্দুস সালাম ও মির্জা ফখরুলের মেয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ সংগঠক ড. শামারুহ মির্জা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মীনি রাহাত আরা বেগম, ছোট কন্যা মির্জা সাফারুহ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক মো: আখতারুজ্জামান সাবু, ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুল হক চৌধুরী, রুপ কুমার গুহ ঠাকুরতা করি, বিশিষ্ট ব্যবসায়ি মাহমুদ হাসান রাজু, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিএমএ’র সভাপতি ড. আবু মো: খয়রুল কবীর, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভীনসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষজন, রাজনীতিবীদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।  বক্তৃতাকালে ডা. ফাহাম আব্দুস সালাম বলেন, আমি ক্রমশই দেখতে পাই ৫ আগষ্টের পর থেকে বাংলাদেশর মানুষের মধ্যে অনেক স্বপ্নের সৃষ্টি হয়েছিল। ঐক্যের কারনে আমরা ৫ আগষ্ট ঘটাতে পেরেছিলাম; তবে সে ঐক্য ক্রমশই ভংগুর হয়ে পরছে। এর মূল একটা কারণ হতে পারে আমার কাছে যেটা মনে হয় লো এন্ড অর্ডার ঠিকমত কাজ করছে না। এখনও অনেক গ্রুপ তৈরি হয়েছে যারা চেষ্টা চালাচ্ছে যে আগামী নির্বাচন যাতে ভন্ডুল করা যায়, বা একটু দুরে নিয়ে যাওয়া যায়। এগুলো হচ্ছে কি ভয়ের বিষয়। মানুষের মধ্যে যে প্রবনতা তৈরী হয়েছে। তবে আমরা যদি একটু ভালো ভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাংলাদেশকে দেখলে মনে হবে আমরা সবাই ঠিক আছি কিন্তু যারা উপরে বসে আছে হয় তাদের কার্পন্যতা লক্ষ্য করা যায়। আমাদের দেশের মানুষেরা যদি দিনে অন্তত ৮ ঘন্টা ঠিকমতো কাজ করতে পারি তাহলে আমাদের আর আমাদের পেছনে তাকাতে হবে না। সফলতা আসবেই। ড. সামারুহ মির্জা বাংলাদেশের বর্তমান বিভিন্ন পরিস্থিতি সম্বন্ধে বলেন, বর্তমানে বিশ্বের দুষিত শহরগুলোর মধ্যে আমাদের ঢাকা শহর রয়েছে। এর থেকে যন্ত্রনা বা কষ্টের বিষয় আর কি হতে পারে। আমরা সব সময় বিভিন্ন বিষয়ের কথা বলি; কিন্তু বাংলাদেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করতে হবে। বিশ্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও সম্ভ্রান্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের অনেক বিষয় নিয়ে কাজ করতে হবে। দেশের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে গেলে আমাদের দুটি বিষয় ভাবতে হবে, একটি হচ্ছে রাষ্ট্রিয় গুরুত্ব; আরেকটি হচ্ছে সামাজিক গুরুত্ব। আমরা বর্তমানে যে অবস্থায় দাড়িয়ে রয়েছে, সামনে নির্বাচন। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে  তারা কিন্তু অনেক টিম ওয়ার্ক করে পলিসি তৈরি করেছে। যে তারা নির্বাচিত হলে বাংলাদেশের মানুষজনের জন্য তারা কি কি করবে। তরুন সমাজ সুন্দরভাবে গঠনের জন্য একটা পরিকল্পনা আছে। তারা তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরী করবে এমন তাদের একটা ম্যাকানিজমগুলো উপস্থাপন করেছ। আমাদের এখন সেগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে যারা ঠাকুরগাঁওয়ের তরুন সমাজকে এগিয়ে নিয়ে যাবে।   অনুষ্ঠান শেষে ড. ফাহাম আব্দুস সালাম ও ড. শামারুহ মির্জাকে আহবানের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *