ePaper

ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী টাঙ্গাইলে উদ্ধার গ্রেপ্তার-১

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও থেকে অপহৃত কিশোরীকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার ঠাকুরগাঁও সদর থানার এস আই নুরে আলম সিদ্দিক বিষডটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার গভীর রাতে র‌্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩-এর সদস্যরা তাঁকে উদ্ধার এবং অপহরণে জড়িত রিয়াদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবক মোহাম্মদ রিয়াদ (১৯) ঠাকুরগাঁও জেলার সদর থানার খালপাড়ভ ভিআইপি মোড়ের মোশাররফ হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রায়ই কুপস্তাব দিয়ে আসছিলেন রিয়াদ। গত ১ জুন ভুক্তভোগী কিশোরী তাঁর বাসার সামনে রাস্তায় বের হলে প্রেমের প্রলোভন দিয়ে জোরপূর্বক ভুক্তভোগীকে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যান রিয়াদ। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোনকে অপহরণের অভিযোগ এনে মামলা করেন। পরে রোববার গভীর রাতে মির্জাপুরের গোড়াই এলাকার মেঘনা ফ্যাক্টরির কাছে থেকে কিশোরীকে উদ্ধার এবং অপহরণে জড়িত রিয়াদকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *