ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া’র মেয়ে শিশুশিল্পী ইউশা শাহীরাহ আনুভা জাতীয় পর্যায়ে নৃত্যে সাফল্য অর্জন করেছে। সে বিটিভির নতুন কুঁড়ি’২৫ সাধারণ নৃত্যে প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ৩৯ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করে। আনুভা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আনুভা ডাঃ শাহীনুল ইসলাম ও আশরিন আক্তার স্বপ্না দম্পতির কন্যা। তার মা আশরিন আক্তার স্বপ্না ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা এবং বাবা ডাঃ শাহীনুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন সার্জারি বিশেষজ্ঞ। প্রতিভাবান শিশুশিল্পী আনুভা ইতিপূর্বে বিভিন্ন প্রতিযোগিতায় তার প্রতিভার স্বাক্ষর রাখে। ২০১৯ সালে বয়স ভিত্তিক শিশুশিল্পী হিসেবে জাতীয় নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে । ২০২১ সালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব শিশু দিবসে লোকনৃত্য প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা নৃত্যশিল্পী নির্বাচিত হয়। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ২০২২ এ সৃজনশীল ও লোক নৃত্যে প্রথম স্থান অধিকার করে। ২০২৪ সালে জাতীয় শাপলা কুঁড়ি সৃজনশীল নৃত্যে প্রথম স্থান অধিকার করে।
এছাড়াও জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০২৩ এ হামদ-নাথ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে। আনুভা’র মা স্বপ্না জানান, ছোট বেলা থেকে আনুভার নাচ ও গানের প্রতি বেশ আগ্রহ ছিলো। তার আগ্রহের কথা বিবেচনা করে আমরা ওকে নাচের ও গানের তালিম শিক্ষক দেই। মেয়েটা ভাল করছে দেখে আমরা উচ্ছ্বোসিত। চর্চা চালিয়ে গেলে আনুভা আরো ভাল করবে বলে আশা করি । লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃকিত চর্চা এবং এক জন মানবি মানুষ হবে বলে প্রত্যাশা করি। আনুভা’র এই সাফল্যে সাংস্কৃতিককর্মী রেজওয়ানুল হকসহ আরো অনেকেই শুভেচ্ছা জানান। আনুভা’র সাফল্য আগামীতে আরও বড় অর্জনের পথ সুগম করবে বলে এলাকাবাসীর প্রত্যাশা । উল্লেখ্য যে, শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মারক প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
