ePaper

ট্রাব বিজনেস ও কালচারাল অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন আশরাফ বাবু

বিনোদন রিপোর্টার
গত ৩০ শে জানুয়ারি ২০২৫ ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত হলো টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ T R U B এর নতুন ধারা কোম্পানির সৌজন্যে বিজনেস ও কালচারাল অ্যাওয়ার্ড ২০২৪। আশির দশক থেকে এ পর্যন্ত সর্বসময়ে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ, গীতিকার, সুরকার, গায়ক ও মিউজিক ডিরেক্টর হিসেবে আশরাফ বাবু`র হাতে তুলে দেওয়া হয় ট্র্যাব অ্যাওয়ার্ড। যার হাত দিয়ে পুরস্কার প্রদান করা হয় তিনি এদেশের স্বনামধন্য দেশ বরেণ্য সাংবাদিক শফিক রেহমান এবং মেডেল পরিয়ে দিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি ও ট্র্যাব এর প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকার, মঞ্চে উপবিষ্ট ছিলেন গণকন্ঠ পত্রিকার সম্পাদক সালাম মাহমুদ, প্রাক্তন তথ্যসচিব মারগ্ৰুব মোরশেদ সহ সম্মানিত ব্যক্তি বর্গ। ৩৬ বছর আগের একটি গান এখনো সবার মুখে মুখে, শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে। গানটি আশির দশকের ব্যান্ড ডিফারেন্টে টাচ এর জন্য কথা ও সুরে রচিত হয়েছিল। যার জন্য গানটি রচিত হয়েছিল তিনি ডিফারেন্ট টাচ ব্যান্ডের লিড গিটারিস্ট আলীআহমেদ বাবু । বর্তমানে তিনি কানাডা প্রবাসী। ব্যান্ড ডিফারেন্টটাচ এর প্রথম এলবামে আশরাফ বাবুর লেখা সুরে আরও তিনটি গান ছিল যেগুলি শ্রোতাদের আজও মুখে মুখে, গানগুলি ছিল দৃষ্টি প্রদীপ , স্বর্ণলতা এবং হাল জামানার রাজনীতি। আশরাফ বাবু বলেন শ্রাবনের মেঘগুলো জড়ো হল গানটির বয়স ৩৬ বছরের বেশি, এই প্রথম আমাকে এই গানের সৃষ্টির জন্য কোন অ্যাওয়ার্ড প্রদান করা হলো। তাই T R U B আওয়ার্ডের আয়োজক বিশিষ্ট সাংবাদিক রেদুয়ান খন্দকার এবং সালাম মাহমুদ এর মনোনয়নে আমি কৃতজ্ঞ।এই গুণী শিল্পীর বর্তমান ব্যস্ততা কি নিয়ে জানতে চাইলে উত্তরে বলেন, প্রথম থেকে গানের সাথেই ছিলাম গানের সাথেই থাকব আর এই পুরস্কারটি নতুন কিছু করবার উৎসাহ যুগিয়েছে, চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *