বাবুল আহমেদ, মানিকগঞ্জ
মানিকগঞ্জে ট্রাকের চাপায় সৈয়দ আবেদিন নামে এক শিশু স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের সড়ক ও জনপথ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্কুল শেষে মায়ের সঙ্গে বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবেদিন সদর উপজেলার দিঘী ইউনিয়নের খাগড়াকুড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে শহরের খালপাড় এলাকার কুইন্স স্কুলের প্রি-ওয়ানের শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে স্কুলে গণিত পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে মা–ছেলে রিকশায় বাসায় ফিরছিল। রিকশাটি বাসস্ট্যান্ডের দিকে উল্টো পথে যাওয়ার সময় সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ছোট্ট আবেদিনের মৃত্যু হয়। মানিকগঞ্জ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এ বি এম তৌহিদুজ্জামান সুমন বলেন, “শিশুটি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কিন্তু মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত থাকায় তাকে বাঁচানো যায়নি।” ঘটনার পর থেকে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।