ফয়সাল আলম সাগর কক্সবাজার প্রতিনিধি (ভ্রাম্যমাণ)
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। র্যাব জানায়, সন্ত্রাসবাদ দমন এবং অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে প্রতিষ্ঠালগ্ন থেকেই গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র্যাব-১৫ কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে টেকনাফ থেকে শাহপরীর দ্বীপগামী পাকা সড়কে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা চেকপোস্টের সামনে এলে সেটিকে থামানো হয়। এ সময় সিএনজি চালক সাইফুল ইসলাম (২১)-কে আটক করা হয়। পরে তার দেখানো মতে, উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজি অটোরিকশার পেছনের যাত্রী আসনের মালামাল রাখার স্থানের একটি পুরাতন কার্টুনের ভেতর থেকে ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেটগুলোতে মোট ৫০০টি ছোট নীল রঙের বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে একটি বাটন মোবাইল ফোন, এক হাজার টাকা নগদ অর্থ এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—সাইফুল ইসলাম (২১), পিতা নাজির হোসেন, মাতা মরিয়ম বেগম, সাং পাতাবাড়ী (হাঙ্গরঘোনা), ৯নং ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন, থানা উখিয়া, জেলা কক্সবাজার। র্যাব সূত্রে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
