নুরুল আলম সিকদার, ককসবাজার প্রতিনিধি
মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনান (১২)-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর আগে গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়। আফনানের চাচা শওকত আলী জানান, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছাব্রিজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে আফনান গুরুতর আহত হয়। জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের জেরে ছোড়া গুলি সীমান্ত অতিক্রম করে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এসে লাগে। রোববার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কসংলগ্ন তেচ্ছাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশু আফনান ওরফে পুতুনি হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
