বাবুল আহমেদ, মানিকগঞ্জ
টানা বৃষ্টিতে গরুর প্রয়োজনীয় খাবার ধানের খর পঁচে একাকার হয়ে গেছে। এতে ছোট বড় গরুর খামারীরা মহা দুঃচিন্তায় পড়েছেন। গরুর অন্যতম খাবার হচ্ছে ধানের খর। এ সময় কৃষক ও খামারীরা ধানের খর রোদে শুকিয়ে পালা দিয়ে রাখেন। যা সারা বছর তারা গবাদী পশুদের খাওয়ান। কিন্তু এবার নিজেদের খর নষ্ট হওয়ার সাথে অন্য কৃষকদেরও খরও নষ্ট হয়। এবার চড়া দামে ধানের খড় কিনতে হবে বলে চিন্তায় পরে গেছেন ছোট খামারীরা। হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ এলাকার নাজিমুদ্দিন (৭৭) বলেন আমার সংসার চলে গরু পালনের উপর। প্রতিবছর আমাদের খড় শেষ হলে অন্য জেলা থেকে তিন জনে মিলে ট্রলারে করে খড় কিনে আনতাম। এবার তো সব জায়গায় একই রকম। এবার গরু বিক্রী করে লাভ হয়নি। আবার বেশী দামে খড় কিলে গরু পালন করে আগামীতেও লোকশান গুনতে হবে। এবার আর গরু পালন করা হবে না। মানিকগঞ্জ সদরের আক্কাছ বেপারী (৩৫) বলেন প্রতি বছর কোরবানী উপলক্ষেঅন্য গরুর সাথে দুই একটি ষাড় গরু পালন করি। বাড়ির ধানের খড়,কাচা ঘাস, আর কিছু ভুষি কিনে গরু পালন করে থাকি। এবার তো ভুষির উপর নির্ভর করতে হবে। সরকার যদি সহযোগীতা করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম জাহান বলেন এলাকাটিতে প্রচুর ঘাস জন্মায়। বৃষ্টিতে যে টুকু সমস্যা হয়েছে এতে কৃষকের তেমন ক্ষতি হবে না। এছাড়া সারা বছর এলাকায় ভুট্টার আবাদ হয়ে থাকে। য়ে কোন সমস্যায় আমরা সবসময় তাদের পাশে আছি।
