ePaper

টাঙ্গাইল র‌্যাব-১৪ নাগরপুর থানার ধর্ষণ মামলার অভিযুক্ত সুজাতকে গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী (২২) র ছোট বোন ও দাদা অসুস্থ থাকায় কয়েকমাস যাবৎ বাবার বাড়িতে বসবাস করে আসছিলো। ধৃত এজাহারনামীয় প্রধান অভিযুক্ত সুজাত (২৩) ভিকটিমের চাচার বাড়ির ভাড়াটিয়া। ভিকটিমের বাড়ির টিউবওয়েল এর পানিতে আয়রন বেশী থাকার কারণে গত ২৫ আগষ্ট ২০২৫ খ্রি. সকাল অনুমান ১১:০০ ঘটিকায় ভিকটিম ধৃত অভিযুক্তের বাড়ি থেকে খাবার পানি সংগ্রহ করতে গেলে ভিকটিমকে জোড়পূর্বক বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে টাঙ্গাইল নাগরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫, তারিখ-২৭ আগষ্ট ২০২৫, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। উক্ত মামলা রুজুর পর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে। এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সিপিসি-৩, র‌্যাব-৪, মানিকগঞ্জ ক্যাম্পের সহযোগীতায় ০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সময় সকাল ০৭.৪০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন খুলশি ইউনিয়ন এর কুমুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার অভিযুক্ত সুজাত (২৩), জেলা-মানিকগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *