ePaper

টাঙ্গাইল থেকে নীলফামারীর স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি এসএম আতোয়ার,টাঙ্গাইল

টাঙ্গাইল থেকে নীলফামারীর স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব। নীলফামারী জেলার ডিমলা থানায় দায়ের করা স্কুলছাত্রী অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হাসেম আকন্দ (২৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুলছাত্রীকে। শনিবার সন্ধ্যায় র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ দল মির্জাপুর উপজেলার গুড়াইল ভাতগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে। গতকাল রোববার দুপুরে র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাসেম আকন্দ সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। ছাত্রীটি রাজি না হলে উত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয় অভিযুক্তরা। বিষয়টি ভিকটিমের পিতা জানার পরও অভিযোগকারীরা থামেনি। গত ২৮ আগস্ট সকাল সাড়ে ৯টায় ছাত্রীটি স্কুলে যায় এবং বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার পথে ফাঁকা রাস্তায় পূর্ব থেকে উৎপেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ৫ সেপ্টেম্বর ভিকটিমের পিতা ডিমলা থানায় অপহরণ মামলা দায়ের করেন। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ছাত্রীকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *