ePaper

টাঙ্গাইলে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে সোমবার (১২ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার পাঁচটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সোমবার (১২ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার–এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— শাহ আলম, মো. সিফাত খান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. জাকের হোসেন, আরিফ ও মো. রাব্বি মিয়া। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা টাঙ্গাইল সদর, সখীপুর, ঘাটাইল, বাসাইল, মধুপুর ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *